বিনোদন ডেস্ক : ঢালিউড নায়ক শাকিব খানের সঙ্গে পূজা চেরির সম্পর্কের গুঞ্জন প্রেম থেকে বিয়েতে নিয়ে গেছেন নেটিজনরা। যা নিয়ে ক্ষেপে গিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুকে এমন গুঞ্জন থামাতে নায়িকা দিয়েছেন কড়া হুঁশিয়ারি।
মঙ্গলবার (১১ অক্টোবর) নিজের ফেসবুকে পূজা লেখেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই; যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’
পূজা আরও যুক্ত করেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন। কোনো রকম সত্য মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’
এদিকে গত শুক্রবার (৭ অক্টোবর) পূজা অভিনীত সরকারি অনুদানের একটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে সিনেমাটি দর্শকখরায় ভুগছে। তারকাদের ব্যক্তি জীবনের আলোচনা সিনে জগতে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।