রীনা গুলশান
আমাদের কোন কথা নাই
শব্দগুলো মরীচিকা হয়ে গেছে।
এমনকি কথার মাঝখানেই হঠাৎ শব্দগুলো থেমে যায়!
বাক্য বিন্যাশটাই হয় না।
তবে কি আমাদের সব কথা ফুরিয়ে গেছে?
গত চল্লিশটা বছর আমরা
মুখোমুখি, খুউব কাছাকাছি থেকেছি।
তবু মনে হয় খুব দূরে দূরে থেমে আছি।
এক নৈঃশব্দের আবর্তে
কেবলই একটি চৈতন্যে ঘুরপাক খেয়ে যাচ্ছি।
কথাগুলো তাই দূরে, দূরে আরো দূরে
হারিয়ে যাচ্ছে-
ভাষা খুঁজে পায় না, শব্দের ফানুস
তবে কি আমরা এই চল্লিশ বছরে সব কথা বলে ফেলেছি?
তুমি বরং অন্য কোথাও হারিয়ে আসো!
আমিও আমার ভাবনার আবর্তে
শব্দের চাষ করি, নতুন করে।
নতুন আঙ্গিনায়-
নতুন মাটিতে আবারো সার, জল দিয়ে
আকাক্সক্ষার নিড়ানী দিয়ে খুঁড়েই চলবো।
হয়ত তখন নতুন শব্দের ব্যঞ্জনা
ফিরে আসবে- নতুন আঙ্গিকে।