অনলাইন ডেস্ক : বড়দিন (২৫ ডিসেম্বর) খ্রিস্টধর্ম মানুষের একটি প্রধান উৎসব। এই উৎসবে প্রিয়জন এবং একে অপরের জন্য উপহার সামগ্রী প্রদান করে থাকেন। সে কারণেই এই সময়ে জনগণের কেনাকাটা বেড়ে যায় এবং শপিং মলগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
তবে সাধারণত ডিসেম্বর মাসে বেশি ভিড় থাকে, কেননা প্রদত্ত উপহার সামগ্রী অনেক সময় পরিবর্তনের প্রয়োজন পড়ে এবং সাধারণত এই সামগ্রী পরিবর্তন করার জন্য এক মাসের সময় থাকে।
বর্তমান প্রেক্ষাপটে করোনা সংক্রমণের ক্ষেত্রে উপচে পড়া ভিড় খুবই বিপদজনক আকার ধারণ করবে। তাই বর্তমানে সতর্কতার সাথে জনগণ যাতে কেনাকাটা শুরু করতে পারে এবং উপযুক্ত উপহার দিয়ে বড় দিন পার হয়ে যাওয়ার পরও যদি কোনো কারণে পরিবর্তন করার প্রয়োজন তাহলে সেটা সহজে করার উদ্যোগ নিয়েছে পর্তুগিজ সরকার।
নতুন এই পদক্ষেপের নাম হচ্ছে “সতর্কতার সাথে সবার জন্য ক্রয়-বড়দিন ২০২০ (NATAL de 2020)। এর মাধ্যমে বর্তমানে কেনাকাটা করা হলেও তা আগামী ২০২১ সালের জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত পরিবর্তন করা যাবে।
এই প্রটোকলের আওতায় ব্যবসা প্রতিষ্ঠানসমূহ সরকারের অনলাইন পোর্টাল থেকে আবেদনের মাধ্যমে একটি স্টিকার সংগ্রহ করবে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এটি লাগানো থাকবে। ফলে ভোক্তার নিশ্চিত হবে উক্ত প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করলে তা পরিবর্তনের জন্য আগামী ২০২১ সালের জানুয়ারি ৩১ তারিখ পর্যন্ত সময় পাওয়া যাবে।
পর্তুগিজ সরকারের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা, স্টেট মিনিস্টার ও ইকোনমিক ডিজিটাল ট্রানজেকশন মন্ত্রী পেদ্রো সিজা ভিয়েইরা বাণিজ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা মন্ত্রী জোয়াও টরেসের উপস্থিতিতে উক্ত প্রকল্পটির স্বাক্ষর করা হয়।
সরকারের এই অভিনব উদ্যোগটি শপিং মলগুলোতে বড়দিনের কেনাকাটার উপচে পড়া ভিড় রোধ করার মাধ্যমে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করেছে। পাশাপাশি নাগরিকরা কেনাকাটার জন্য একটি লম্বা সময় পাবে এবং পরবর্তীতে সামঞ্জস্য বিধানের জন্য তা পরিবর্তন করতে পারবে। ফলে একদিকে করোনা সুরক্ষা অপরদিকে জনগণের অর্থনৈতিক সাশ্রয় হবে।