অনলাইন ডেস্ক : আগামী ২২ ও ২৩ জুলাই ৯ ডোজ রোডে অনুষ্ঠিতব্য ১৭তম টরন্টো বাংলা বইমেলার সকল প্রস্তুতি সম্পূর্ণ। ২২ জুলাই শনিবার সকাল ১১টায় টরন্টো মাতৃভাষা স্মারক (শহীদ মিনার থেকে শোভাযাত্রার মধ্যদিয়ে বইমেলা প্রাঙ্গন ৯ ডোজ রোডে মেলার উদ্বোধন করা হবে।

শনি ও রবিবার ২দিন ব্যাপী মেলায় যোগদানের উদ্যেশে বাংলাদেশ থেকে স্বনাম খ্যাত প্রকাশকবৃন্দ ইতিমধ্যে টরন্টো শহরে অবস্থান করছেন।
বইমেলা উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরেও একটি স্মরণীকা প্রকাশ করা হবে। স্মরণীকায় ইতিমধ্যেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টরন্টো বাংলা বইমেলার সাফল্য কামনা করে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন।

এ ছাড়াও বাংলাদেশের কনসাল জেনারেল মো: লুৎফর রহমান এবং স্থানীয় প্রাদেশিক নেতৃবৃন্দ শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। বইমেলায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির নানা বিষয়ে আলোচনা ও স্থানীয় লেখকবৃন্দের প্রকাশিত নতুন বই-এর মোড়ক উন্মোচনের ব্যবস্থা রাখা হয়েছে। যে সমস্ত স্থানীয় লেখক তাদের বই বইমেলার মোড়ক উন্মোচন করতে আগ্রহী তাদেরকে মেলা আয়োজকের সঙ্গে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

মেলার সংস্কৃতি পর্বে বাংলাদেশের স্বনাম খ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী ‘লিলি ইসলাম’ সংগীতে এবং আবৃত্তিকার ‘ডালিয়া আহমেদ’ আবৃত্তিতে অংশগ্রহণ করবেন।

এ ছাড়াও স্থানীয় শিশুকিশোর আবৃত্তি সংগঠন এবং বিভিন্ন সংস্কৃতি সংস্থা তাদের পরিবেশনা নিয়ে দর্শকদের সম্মুখে উপস্থিত হবেন। সুকন্যা নৃত্যাঙ্গন আয়োজিত গীতি নৃত্য নাট্য চণ্ডালিকা পরিবেশিত হবে, পরিচালনায় অরুণা হায়দার।

আগামী শনি ও রবিবার অন্যমেলা আয়োজিত ২দিন এই মেলায় স্থানীয় কবি শিল্পী সাহিত্যিক সমেত দেশ-বিদেশ থেকে লেখক, কবি ও সুধীজন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। মেলায় হ্রাসকৃত মূল্যে বই পাওয়া যাবে।
সকলের জন্য উন্মুক্ত বইমেলা।
এবারের মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
“বই এর বিকল্প বই”।