অনলাইন ডেস্ক : লুটেরা ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কানাডায় বসবাসরত বাংলাদেশিরা। রোববার সন্ধ্যায় লুটেরা ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আয়োজিত মানববন্ধনে তাঁরা এই ঘোষণা দেন। তারা বলেন, কানাডাকে বাংলাদেশের লুটেরা ও অর্থপাচারকারীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না।
বাঙালি পাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থে অনুষ্ঠিত এই মানববন্ধনে শহরের বিভিন্নস্থান থেকে বাংলাদেশি কানাডীয়ানরা অংশ নেন। বাংলাদেশ থেকে দুর্নীতি ও ব্যাংকিং খাত থেকে অর্থ আত্মসাত করে কানাডায় পাচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি সম্বলিত ব্যানার এবং পোষ্টার নিয়ে তারা লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকায় কানাডায় বসবাসরত বাংলাদেশি লুটেরাদের তথ্য প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য কানাডার আইন শৃংখলা রক্ষীবাহিনীর প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।
প্রতিবাদকারীরা বলেন, কানাডা এবং বাংলাদেশ সরকারকে যৌথভাবেই এইসব লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসতে হবে।
লুটেরা ও অর্থপাচারকারীদের শাস্তির দাবিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এর আগেও মানবববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। নতুনদেশ ডটকম