স্পোর্টস ডেস্ক : অনেক আলোচনা শেষে ৩০ মিলিয়ন ইউরো দিয়ে বায়ার্ন মিউনিখ থেকে থিয়াগো আলকানতারাকে এনেছে লিভারপুল। পরদিনই তার থেকে বড় চমক দিল অল রেডসরা। উলভস হ্যামটন থেকে তাদের ৪৯ মিলিয়ন ইউরো দিয়ে ডিয়াগো জোটাকে দলে ভেড়ানোর খবর দিয়েছে সংবাদ মাধ্যম গোল।
পর্তুগালের ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে লিভারপুল। বিভিন্ন পজিশন ধরে খেলতে পারায় তার দিকে চোখ যায় লিভারপুল বস জার্গেন ক্লপের। মোটা অঙ্কের অর্থ লাগলেও তাই তাকে দলে আনতে পিছপা হয়নি তারা।
২০১৭ সাল থেকে জোটা খেলছেন উলভসে। কিন্তু তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের ফুটবলার হতে পারতেন। মাত্র ১৯ বছর বয়সে মাদ্রিদের ক্লাবটিতে যান জোটা। কিন্তু প্রথম মৌসুমেই তাকে ধারে পোর্তর কাছে ছেড়ে দেওয়া হয়। প্রথম মৌসুমে পোর্তয় ২৭ ম্যাচে ৮ গোল করেন তিনি।
দ্বিতীয় মৌসুমে ধারে আসেন উলভসে। দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৪৪ ম্যাচে ১৭ গোল করেন এই তরুণ উইঙ্গার। তারপরও অ্যাথলেটিকো মাদ্রিদ তাকে ফিরিয়ে নেয়নি। বরং উলভসের কাছে বিক্রি করে দেয়। পরের দুই মৌসুমে জোটা উইলসের হয়ে ৬৭ ম্যাচে ১৬ গোল করেছেন। সব মিলিয়ে উলভসে ৪৪ গোল করেছেন তিনি। প্রথম মৌসুমের চেয়ে খারাপ হলেও দলের তার প্রভাব ছিল বেশ।
জার্গেন ক্লপ তাকে দলে এনেছেন লিভারপুলের ফ্রন্ট থ্রিকে কাভার করার জন্য। একাধিক পজিশনে খেলতে পারেন বিধায় মোহামেদ সালাহর রাইট উইঙ্গ কিংবা সাদিও মানের লেফট উইঙ্গের বদলি হতে পারেন জোটা। আবার দরকার পড়লে নেমে যেতে পারেন রর্বাতো ফিরমিনোর জায়গায়ও। এছাড়া সালাহ-মানের দল ছাড়ার গুঞ্জনে জোটা লিভারপুলকে দেবে আলাদা স্বস্তি।