Home কানাডা খবর লিবারেল সরকারের থ্রোন স্পিচ নিয়ে লাইভ আলোচনা বুধবার

লিবারেল সরকারের থ্রোন স্পিচ নিয়ে লাইভ আলোচনা বুধবার

অনলাইন ডেস্ক : বিরোধী রাজনৈতিক দলের কাছে ‘ফ্যান্টাসি প্ল্যান ফর অ্যা মিথিক্যাল কান্ট্রি’ কিংবা কথার বাগাড়ম্বর, সরকারের কাছে ‘অ্যা স্ট্রঙ্গার অ্যান্ড রেসিলেন্ট কানাডার’ কর্মপরিকল্পনা। নাগরিকদের কাছে, সাধারন মানুষের কাছে সেটি আসলে কি?

লিবারেল সরকারের থ্রোন স্পিচ এর কথা বলছি। সংসদ স্থগিত করে নতুন থ্রোন স্পিচ দিয়ে নতুন করে শুরু করছে জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার। নতুন সেই থ্রোন স্পিচ মানে লিবারেল সরকারের নতুন পরিকল্পনা, মহামারী কোভিডের ঝাপটায় কাবু হয়ে যাওয়া দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের কর্মপরিকল্পনা। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার কর্মপরিকল্পনা। এগুলো আসলে পোশাকি কথাবার্তা। বাস্তবে লিবারেলের নতুন থ্রোন স্পিচ এ কি আছে তার পর্যালোচনা হবে ‘শওগাত আলী সাগর লাইভের’ আগামী আয়োজনে।

বিশেষজ্ঞ মতামত দিতে আলোচনায় যুক্ত হবেন অটোয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এর সিনিয়র ফেলো ও ভিজিটং প্রফেসর সৈয়দ সাজ্জাদুর রহমান, মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব খালিছ আহমেদ এবং ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউক এর হিসাব বিজ্ঞানের অধ্যাপক ড. মোস্তাক এম হোসেন। সঞ্চালনায় থাকছেন কানাডার বাংলা পত্রিকা নতুনদেশ-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।

সময়: ৩০ সেপ্টেম্বর, বুধবার, রাত ১০টা (টরন্টো সময়)
সরাসরি স¤প্রচার: শওগাত আলী সাগর লাইভ Shaugat Ali Sagor Live) ফেসবুক পেজ এই ইউটিউবে (https://www.youtube.com/channel/UCAUhjeZIDAQ0yytYUkQji_A?view_as=subscriber)।
আপনি আমন্ত্রিত।
অনুষ্ঠানের নোটিফিকেশন পেতে (https://www.facebook.com/Shaugat-Ali-Sagor-Live-115354896922566) পেজটিতে লাইক, দিয়ে ফলো করে আমাদের সঙ্গে থাকুন।

Exit mobile version