স্পোর্টস ডেস্ক : ২০২১- এ মালদ্বীপে মোহনবাগানের বিপক্ষে এএএফসি কাপের এমনই গ্রুপ সেরা নির্ধারণী ম্যাচে রেফারির বিতর্কিত লাল কার্ডে এগিয়ে থেকেও জেতা হয়নি বসুন্ধরা কিংসের। আজ আবার একই ঘটনা ওড়িশার বিপক্ষে। যে ম্যাচে ড্র করলেই কিংস গ্রুপ চ্যাম্পিয়ন, গোলশূন্য অবস্থায় তাতে আবার দশজনের দল বানিয়ে দেওয়া হলো বসুন্ধরা কিংসকে। এবারও আসরর গফুরভের বিরুদ্ধে বিতর্কিত সরাসরি লাল কার্ড।
১-০ তে সেই ম্যাচ হারার পর কিংস কোচ অস্কার ব্রজোনের জন্য তা মেনে নেওয়া ভীষণ কঠিনই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে খেলার খুঁটিনাটি ব্যাখ্যায় না গিয়ে এই লাল কার্ডের তদন্ত চেয়েছেন তিনি, ‘বাংলাদেশে দলগুলোকে নিয়ে এএফসি কাপে কী হচ্ছে, এটা নিয়ে এএফসির তদন্তে নামা উচিত। ঘরের মাঠে সবশেষ যে ম্যাচটায় আমরা খেললাম সেটিতেও রেফারি আমাদের বিরুদ্ধে বাঁশি বাজিয়েছে, যেটা নিয়ে আমরা এর মধ্যে লিখিত অভিযোগও করেছি। কিন্তু আজ যা হলো, তাতে আমি আবার বলছি এই রেফারিংয়ের তদন্ত হওয়া উচিত, আর সেটা ফুটবলের স্বার্থেই।
প্রথমার্ধের যোগ করা সময় ওড়িশার আহমেদ জোহুকে পাশ থেকে ট্যাকল করেন গফুরভ। সেটি জোড়া পায়েও ছিল না। কিন্তু কাছে দাঁড়িয়ে ভিয়েতনামিজ রেফারী দুয়ি লান, কী দেখলেন কে জানে। একটু সময় নিয়ে পকেট থেকে সরাসরি বের করলেন লাল কার্ড।