অনলাইন ডেস্ক : লন্ডনের সবচেয়ে বড় এনএইচএস হাসপাতালে সাইবার হামলা চালানো হয়েছে। এতে করে বিপুল সংখ্যক কর্মপ্রক্রিয়া পরিবর্তন করতে হয়েছে এবং বাদ দিতে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রক্ত সঞ্চালন বিষয়ক প্রক্রিয়াগুলো। ফলে বিপুল সংখ্যক রোগী বিপাকে পড়েছেন।
এদিকে সাইবার হামলার পর ও পজেটিভ এবং ও নেগেটিভ রক্তের জন্য আহ্বান জানিয়েছে এনএইচএস হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ এই হামলার পর লন্ডনের বেশ কয়েকটি হাসপাতালে সিস্টেম লস হয়েছে।
এনএইচএস ট্রাস্ট জানিয়েছে, মঙ্গলবারের র্যানসামওয়্যার হামলার ফলে কিংস কলেজ হাসপাতাল, গাইস এন্ড সেন্ট থমাস, রয়্যাল ব্রম্পটন, ইভেলিনা লন্ডন চিলড্রেন হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলাটি প্যাথলজি পার্টনার সিনোভিসকে টার্গেট করে করা হয়েছিল। যাতে করে অনেকগুলো সিস্টেমে সমস্যা দেখা দেয়। ফলে হাসপাতালগুলোতে রোগীদের ব্লাড ম্যাচ করতে সমস্যা দেখা দেয়।
এই সাইবার হামলার পেছনে রাশিয়ান একটি গ্রুপ কিলিন জড়িত বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: স্কাই নিউজ