Home সাহিত্য লকডাউনে ঈদ

লকডাউনে ঈদ

রাশিদা আউয়াল

দেশে এবার লকডাউনে কেমন
হলো রোজার ঈদ,
সেই ভাবনায় সবার চোখের
উড়ে গেলো নিদ।

বিশ্ব জুড়ে মহামারি ভাইরাস
কোভিড আসার ফলে,
মানব দেহে ছড়াবে রোগ তাই
ঘরে থাকতে বলে।

নতুন জামা জুতো কাপড় কিনবে ধরেছে বায়না,
দোকান মার্কেট বন্ধ সবই
যাচ্ছে না তাই কেনা।

বন্দী জীবন লাগে না ভালো
থাকে না মন ঘরে,
ঘুরে বেড়ানোর আনন্দ আজ লকডাউনে কেঁদে মরে।

বিধি নিষেধ মানছে না সবে
করোনা ভাইরাস ধরে,
খুশির ঈদের জোয়ারে ভেসে
অসুস্থ্য হয়ে পড়ে।

কেমন করে খুশির ঈদ
হবে এবার বলো,
আশে পাশে মরছে মানুষ
কষ্টে নয়ন ছলছল।

এক পরিবারে মরছে কতজন
বুকে শোকের বেদনা,
স্বজন হারানোর কষ্ট যে কি
বুঝে শুধু আপনজনা।

লকডাউনে গরিব দুখীর পাশে
বিভেদ ভুলে সর্বজনে,
কোভিড মুক্ত করবে দেশ
চলবে নিষেধ মেনে।

এবার লকডাউনে মিলে মিশে
গড়েছি নতুন রিত,
কনফারেন্স কলে গেয়েছি মোরা
ঈদের খুশির গীত।

বেঁচে থাকলে ঈদ আবার আসবে ঘুরে ফিরে,
তখন না হয় ঈদ আনন্দ
করবো সবাইকে ঘিরে।

এবার ঈদে আসুন ভ্যাকসিনে
কোভিড মুক্ত করি,
দেশ-বিদেশে মানব সেবায়
সুস্থ্য সমাজ গড়ি।

Exit mobile version