স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবাইকে চমকে দিয়েই ভারতের হয়ে ওপেন করতে নামেন ইশান কিষাণ। এদিন লোকেশ রাহুলের সঙ্গে রোহিত শর্মার বদলে ওপেন করেন ইশান।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার পরেই আরেক বাঁ-হাতি ট্রেন্ট বোল্টের থেকে রোহিতকে আড়াল করতেই এই সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট। তবে ম্যানেজমেন্টের এই পরিকল্পনার সঙ্গে একমত হতে পারছেন না সুনীল গাভাস্কার।

কিউইদের বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদবের বদলে দলে আসা ইশানকে সরাসরি ওপেনে পাঠানো হয়। পাশপাশি বেশ একটা লম্বা সময় পর রোহিত ওপেনিংয়ের বদলে অন্য পজিশনে নামেন। তবে না তো ইশান, না তিনে নামা রোহিত, কেউই এদিন সফল হতে পারেননি।
এরপরেই ম্যানেজমেন্টের সিদ্ধান্তে নিজের ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার। ম্যানেজমেন্টকে রোহিতের আত্মবিশ্বাসে আঘাত করার জন্য তুলোধোনা করেন গাভাস্কার।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’কে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় কিংবদন্তি জানান, ‘ভারতীয় ম্যানেজমেন্ট আদপে রোহিত শর্মাকে বুঝিয়ে দিয়েছে যে বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে আমরা তোমাকে ভরসা করি না। একজন খেলোয়াড় যখন বহু বছর ধরে এক জায়গায় খেলছে এবং তার সঙ্গে যদি এমনটা হয়, তাহলে সে নিজেও মনে মনে এটা ভাবতে শুরু করবে যে তার সত্যিই হয়তো দক্ষতা নেই। ইশান যদি ৭০-৮০ রান করতো, তাহলে আমরাই এই সিদ্ধান্তের প্রশংসা করতাম। তবে যখন এমন পরিকল্পনা কাজে লাগে না, তখন সমালোচনা তো হবেই।’

তিনি সাফ জানিয়ে দেন, ভয় থেকে হোক আর যা থেকেই হোক না কেন, ব্যাটিং অর্ডারে যে পরিবর্তনগুলো করেছে, তার কিছুই কাজে লাগেনি। পরবর্তী ম্যাচগুলোতেও এই ধরনের ব্যাটিং অর্ডারই বজায় থাকে কি না, সেটা সময়ই বলবে, তবে কিউইদের বিরুদ্ধে এই হারের জখম যে সকলের মনে বেশ কিছুদিন তাজা থাকবে, তা আলাদা করে বল দিতে হয় না।

সূত্র: হিন্দুস্তান টাইমস।