স্পোর্টস ডেস্ক : গত দুইদিন ধরে পুরো উপমহাদেশের গণমাধ্যমের আলোচনার হট টপিক, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে খেলতে চান না বলে ছুটি চেয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। তবে এ ব্যাপারে কোনো সত্যতা ছিল না। এটি কেবলই গুঞ্জন ছিল। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কোহলি এবং জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব ফরম্যাটে খেলার জন্যই তিনি তৈরি আছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন কোহলি। সেখানে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলার জন্য আমি প্রস্তুত। লোকেরা মিথ্যা বলছে। আমি কখনোই বিশ্রাম চেয়ে আবেদন করিনি।’

তিনি বলেন, ‘আমার দায়িত্ব হলো দলকে সঠিক পথে পরিচালিত করা। রোহিত খুবই দক্ষ অধিনায়ক এবং টেকনিক্যালি ভালো, রাহুল ভাইয়ের (কোচ রাহুল দ্রাবিড়) সঙ্গে মিলে। দ্রাবিড় দারুণ কোচ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তারা আমার শতভাগ সমর্থন পাবে।’

এ সময় রোহিত শর্মার সঙ্গে সম্পর্ক নিয়েও সবকিছু স্পষ্ট করেছেন বিরাট কোহলি। তিনি বলেন, ‘আমি কারণটি বুঝতে পারি। বিসিসিআই সঠিক দৃষ্টিভঙ্গি থেকেই সিদ্ধান্তটি নিয়েছে। রোহিত এবং আমার মধ্যে কোনো সমস্যা নেই। আমি গত দুই বছর ধরেই এটা স্পষ্ট করার চেষ্টা করছি এবং এখন ক্লান্ত। এমন কোনো সিদ্ধান্ত কখনোই নেবো না, যা দলের জন্য ক্ষতি।’