Home খেলাধুলা রোহিতকে নিয়ে বাজি ধরে অর্ধেক গোঁফ হারালেন সমর্থক

রোহিতকে নিয়ে বাজি ধরে অর্ধেক গোঁফ হারালেন সমর্থক

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মাকে নিয়ে বাজি ধরে নিজের অর্ধেক গোঁফ হারালেন ভারতীয় এক ক্রিকেট সমর্থক। সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে লড়ছে ভারত। ম্যাচে ভারতীয় ওপেনার রোহিত শর্মার কারণে বিপাকে পড়েছেন বেঙ্গালুরুর বাসিন্দা অজয়।
টুইটারে অজয় বলেন, অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ৩০ বলের বেশি টিকতে পারবেন না রোহিত। অন্যথায় নিজের গোঁফের অর্ধেক অংশ কেটে ফেলবেন তিনি।
টেস্টের প্রথম ইনিংসে ৭৭ বল খেলে ২৬ রান করেন রোহিত। প্রতিশ্রুতি অনুসারে নিজের অর্ধেক গোঁফ ছাঁটাই করেন অজয়। অর্ধেক গোঁফওয়ালা ছবি টুইটারেও আপলোড করেন তিনি। অজয়ের এমন অভিনব কা- তাকে খবরের শিরোনাম বানিয়েছে।
প্রতিশ্রুতি রক্ষা করায় টুইটারে প্রশংসা পাচ্ছেন অজয়।
একজন মন্তব্য করেছেন, ‘আপনি কথা রেখেছেন। সম্মান জানাই আপনাকে। ’ আরেকজন লিখেছেন, ‘আপনি দেখছি সত্যিকারই কাজটা করে ফেললেন।’
সর্বশেষ ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি আসরÑ আইপিএলে খেলার সময় চোট পান রোহিত শর্মা। সেজন্য অস্ট্রেলিয়া সফরের শুরুতে ছিলেন না তিনি। সিডনি টেস্টে অধিনায়ক আজিঙ্কা রাহানের ডেপুটি হিসেবে খেলছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

Exit mobile version