স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই পাঁচ আসরেই মুম্বাইয়ের নেতৃত্বে ছিলেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। যে কারণে তাকে আইপিএলের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক বলা হচ্ছে।
আইপিএল সেরা এই অধিনায়ককে এখন ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্বে দেখতে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর।
ইংল্যান্ড সাবেক অধিনায়ক ভন এক টুইট বার্তায় লিখেছেন- রোহিতকে এখন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা উচিত। ওকে অধিনায়ক করার জন্য কোনো প্রশ্ন ওঠাই উচিত নয়। ও অসাধারণ একজন নেতা। টি-টোয়েন্টি ফরম্যাটে কীভাবে ম্যাচ জিততে হয় তা নিঃসন্দেহে রোহিত জানে।
তিনি আরও বলেছেন, রোহিত শর্মাকে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হলে বিরাট কোহলির জন্যও ভালো হবে। তখন সে ব্যাটসম্যান হিসেবে নিজের সেরাটা দিতে পারবে।
মাইকেল ভনের সঙ্গে সুর মিলিয়ে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন, রোহিতকে যদি জাতীয় দলের অধিনায়ক না বানানো হয়, তাহলে সেটা ভারতের জন্যই ক্ষতি। একজন অধিনায়ক ততটাই ভালো যতটাই তার দল ভালো। এই তত্ত্বে আমিও বিশ্বাস করি। তবে ভালো অধিনায়ক বাছাই করার মাপকাঠি কী! সেই নিয়মটা সবার ক্ষেত্রেই এক হওয়া উচিত।
ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে যাওয়া গম্ভীর আরও বলেছেন, মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে দুটি বিশ্বকাপ এবং আইপিএলের হয়ে তিনটি শিরোপা জয়ে নেতৃত্ব দেয়ায় আমরা তাকে সফলতম অধিনায়ক বলি। আর রোহিত শর্মা পাঁচবার আইপিএল জিতল। তাই ও আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়ক। এ কারণে ও যদি ভারতীয় ক্রিকেট দলের সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব না পায়, সেটা লজ্জার হবে।
গম্ভীর আরও বলেছেন, ফরম্যাট অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব ভাগাভাগি করে দেয়া যেতে পারে। রোহিত দেখিয়ে দিয়েছে ওর সঙ্গে বিরাটের অধিনায়কত্বে কতটা তফাত। একজন পাঁচটা শিরোপা জিতেছে আর অন্যজন একটাও জিততে পারেনি। দুজনেই একই সময় ধরে আইপিএলে নেতৃত্ব দিচ্ছে। সেখানে রোহিত নিজের নেতৃত্বের গুণ প্রমাণ করেছে।