অনলাইন ডেস্ক : রোমানিয়ায় লাইসেন্সবিহীন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ফিলিং স্টেশনে পর পর দুটি বিস্ফোরণে একজনের মৃত্যু এবং ৫৭ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির রাজধানী বুখারেস্টের ঠিক উত্তরে ক্রেভেডিয়ায় স্থানীয় সময় শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।
আহতদের অধিকাংশই দমকলকর্মী বলে জানা গেছে, যারা দ্বিতীয় বিস্ফোরণের আগে প্রথম বিস্ফোরণের আগুন নেভানোর জন্য সেখানে ছুটে গিয়েছিলেন। আগুন ৭৭০ গজ ব্যাসার্ধের মধ্যে লোকজনকে সরিয়ে নিতে বাধ্য করেছে।
দেশটির জরুরি বিভাগের প্রধান রায়েদ আরাফাত রবিবার জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন গুরুতর দগ্ধ, ৩৯ জন অগ্নিনির্বাপককর্মী, দুজন পুলিশ কর্মকর্তা এবং দুজন আধাসামরিক বাহিনীর সদস্য।
আরাফাত এক বিবৃতিতে বলেছেন, ‘রাতেই আমরা দুই দমকলকর্মী ও দুজন বেসামরিককে বিদেশে (চিকিৎসার জন্য) স্থানান্তর করেছি এবং আরো অনেককে পাঠানো হবে।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারজনকে ইতালি ও বেলজিয়ামে স্থানান্তর করা হয়েছে।
বিস্ফোরণের কারণ কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন। জরুরি বিভাগের প্রধান বলেন, ‘আমরা জানতাম যে স্টেশনটি আর কাজ করছে না, তাই স্পষ্টতই এটির কাজ করার অনুমতি ছিল না।’
দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস ফেসবুকে লিখেছেন, ‘আমি গভীরভাবে দুঃখিত যে ক্রেভেডিয়ায় বিস্ফোরণের ফলে ক্ষতি হয়েছে।’ তিনি এটিকে একটি ‘ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন।
নিরাপত্তা বিধি মেনে চলা নিশ্চিত করতে অফিশিয়াল তদারকির অভাবের জন্য ইইউ সদস্য রাষ্ট্রটিতে বারবার ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২০১৫ সালে আতশবাজি দুর্ঘটনায় বুখারেস্টের একটি নাইটক্লাবে আগুন ছড়িয়ে পড়ে ৬৪ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র : এএফপি