বিনোদন ডেস্ক : শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ ঈদের দিনে দেশের ১০৭ টি সিনেমা হলে মুক্তি পায়। মুক্তির দিন থেকেই দেশের সিনেমা হলগুলোতে দাপট অব্যাহত রেখেছে। দর্শকচাপে মাল্টিপ্লেক্সগুলো শো বাড়িয়েছে।
এদিকে বাংলা সিনেমার আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়ার ক্ষেত্রে রেকর্ড তৈরি করে আগামীকাল সিনেমাটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে।
যুক্তরাষ্ট্রের ৩৭ হলে ও কানাডার ৫ টি হলে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি। এর আগে এক সঙ্গে এতোগুলো থিয়েটারে বাংলা কোনো সিনেমা মুক্তি পায়নি। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা হিমেল আশরাফ ও আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট সজীব সপ্তক।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৩ হলে, নিউ জার্সিতে ৩, পেনিসিলভানিয়ায় ৩, মেরিল্যান্ড, মিশিগান, ওহিয়ো, নেভাদা, ওকলাহোমা, তেনেসেসে, আলাবামা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনায় একটি করে হলে মুক্তি পাচ্ছে ছবিটি।
এছাড়াও জর্জিয়ায় ৩ হলে, ফ্লোরিডায় ৩, টেক্সাসে ৭ হলে ও ক্যালিফোর্নিয়ায় ৬ টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এছাড়াও কানাডার ওন্টারিওর দুই হলে, আলবার্তা, ব্রিটিশ কলম্বিয়া, ম্যানিটোবার একটি করে হলে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা।’
আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট সজীব সপ্তক বলেন, ‘সামার ভ্যাকেশনের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো কোন বাংলাদেশি সিনেমা এতগুলো থিয়েটার নিয়ে কানাডা ও আমেরিকায় মুক্তি পেল। হলিউড সহ পৃথিবীর অন্যান্য বড় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি সুপার পিক সিজন, তাদের বড় বড় সব সিনেমার দাপটে এ সময়ে সিনেমা চেইনগুলোতে জায়গা পাওয়া মোটামুটি অসম্ভব।
এখন ৪২টি হল পাওয়া আসলে অন্য সময়ে ১৪২টি হল পাওয়ার সমান।’
হল সংখ্যা আরো বাড়বে জানি তিনি বলেন, ব্লকবাস্টার ওপেনিং পেলে পরের সপ্তাহগুলোতে ‘প্রিয়তমা’র থিয়েটার সংখ্যা বাড়তে থাকবে।
রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে শাকিব খান ও ইধিকা পাল ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।