Home আইটি বিশ্ব রুশ গেমারদের ওপরও নিষেধাজ্ঞা চেয়েছে ইউক্রেন

রুশ গেমারদের ওপরও নিষেধাজ্ঞা চেয়েছে ইউক্রেন

অনলাইন ডেস্ক : ইউক্রেনে হামলা চালানোর কারণে ফিফার দেখানো পথে নিজেদের জনপ্রিয় ভিডিও গেম ‘ফিফা ২২’ থেকে রাশিয়ার জাতীয় দল ও সব ফুটবল দলকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিকস আর্টস (ইএ)।

শুধু তাই নয়, ভিডিও গেমটি থেকে রাশিয়ার জাতীয় দলের পাঁচ সদস্য ছাড়া সব ফুটবল খেলোয়াড়ের ছবি ও তথ্য মুছে ফেলার কাজও শুরু করেছে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানটি।

এই অভিযানকে আরও বাড়াতে এবার সনির এক্সবক্স ও মাইক্রোসফটের প্লেস্টেশন প্ল্যাটফর্মে রাশিয়া ও বেলারুশের গেমারদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের উপ প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ।

এই নিষেধাজ্ঞা সামরিক আগ্রাসন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাশিয়ার ওপর চাপ তৈরি করবে বলে মনে করছেন ফেদোরভ। তাই সকল ই-স্পোর্টস প্ল্যাটফর্ম এবং গেম নির্মাতা প্রতিষ্ঠানকে তাদের সেবা পাওয়ার সুযোগ থেকে রাশিয়ান গেমারদের বাদ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সনির প্লেস্টেশন আর মাইক্রোসফটের এক্সবক্স প্ল্যাটফর্মকে ট্যাগ করে টুইট করেছেন ফেদোরভ। টুইটে রাশিয়া ও বেলারুশের সকল গেমারের অ্যাকাউন্ট ব্লক করে সকল গেমিং প্রতিযোগিতা থেকে ওই দুই দেশের দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

Exit mobile version