প্রত্যাঘাত

ফুল হাতে যবে এলে আমারই দ্বারে
ফিরানু তোমায় আমি কণ্টক হারে
বুঝিনি কত ব্যথা বেজেছিনু তব প্রাণে
কত যে রক্ত ঝরেছিল মম কথার বানে।

কত কথা অব্যক্ত রয়ে গেল তোমার মনে
পারতে যা ভাগ করে নিতে আমার সনে
হৃদয়ে রক্তক্ষরণ ঘটছে যে বার বার
মনে পড়ে আমারই ঘরের রুদ্ধ সে দ্বার।

মনে মনে কতবার খুলতে গেছি আগল
লক্ষণরেখা বাধা হয়েছে রে মন পাগল
হৃদয়ে আর মস্তকে করতে পারিনি মিলন
জীবনে তাই মিলনের হলো না লিখন।

সব বাধা দূরে ঠেলে সমর্পিলাম যখন
তোমার প্রবল প্রেমে ভাটা পড়েছে তখন
ফিরায়ে দিলে আজ মোরে তব মধুর কথায়
হৃদয় শোণিত হলো প্রত্যাঘাতের ব্যথায়\

দেশে-প্রবাসে শরৎ

শরৎ আসে ধরাধামে কাশ ফুলের বার্তা নিয়ে
শরৎ সবার মন ভাসায় শিউলি গন্ধ দিয়ে
শরৎ মানে কাশফুলের শুভ্রতায় হারিয়ে যাওয়া
শরৎ মানে ছোটবেলার বন্ধুদের ফিরে পাওয়া
শরৎ মানে শিউলির সুবাসে ভোরের বার্তা পাওয়া
শরৎ মানে একটু মনে আনন্দের পরশ লাগা হাওয়া
শরৎ মানে শিউলি, বেলি, জুঁই, পদ্মের মেলা
শরৎ মানে নীল আকাশে স্বচ্ছ মেঘের ভেলা
শরৎ মানে মা দুর্গার বাপের বাড়ি আসা
শরৎ মানে মা ল²ীর জন্য সাজানো বাসা
শরৎ মানে দেবী পার্বতীর মর্তে আসার বার্তা
শরৎ মানে নূতন কাপড় কিনে দিবেন কর্তা
শরৎ মানে বিবাহিত মেয়ের, মায়ের বাড়ি ফেরা
শরৎ মানে দুর্গাপূজার প্যান্ডেলগুলো ঘোরা।

এসব ছিল আমার দেশের ফেলে আসা শরতেই কথা
এখন আমি শোনাব প্রবাসীর যাপিত শরৎ গাথা

শরৎ মানে এদেশে সময় হলো ফ্লু শটটা নেয়ার
শরৎ মানে সন্তানকে নূতন ক্লাসের প্রস্তুতি করে দেয়ার
শরৎ মানে বাগানের শেষ সব্জিটাও ঘরে তোলা
শরৎ মানে শেষ ফুলগুলোর ফুটে ওঠার পালা
শরৎ মানে কঠিন শীতকে মনে করিয়ে দেয়া
শরৎ মানে এখন থেকেই শীতের প্রস্তুতি নেয়া
শরতে শুরু হয় গাছের পাতার রঙ পাল্টানোর পালা
শরৎ-হেমন্তে আমারা দেখি প্রকৃতিতে দোলের রঙ খেলা
শরৎ মানে বাইরে ঘুরে বেড়ানো সাঙ্গ করে ফেলা
শরৎ মানে বাতায়নে হবে না আর পাখির খেলা
শরতে আর পাই না সুবাস শিউলি, চাঁপা, জুঁইয়ের
শরতে যে হয় না দেখা শালুক, পদ্ম, বা কাশবনের
আজও শরতে মেতে থাকি উইকএন্ডের দুর্গা পূজায়
যতœ করে সবাই মিলে হেথায় পূজার বেদী সাজায়
এখনও শরতে খুঁজে বেড়াই ছোট্টবেলার সে আমায়
উইকএন্ডের পূজাতে যখন সবে আনন্দ করি হেথায়।

অটোয়া, কানাডা