অনলাইন ডেস্ক : রেমিট্যান্স ও বিদেশি ঋণের জোয়ারে করোনা সংকটের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভে একের পর এক রেকর্ড হচ্ছে। বৃহস্পতিবার রিজার্ভ প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এর আগে গত সেপ্টেম্বর মাসের শুরুতে রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা ৬৭১ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১৯ কোটি ডলার বা ৪৮ দশমিক ৫৪ শতাংশ বেশি। এর আগে তিন মাসে কখনো এতো রেমিট্যান্স আসেনি।
করোনাভাইরাসের প্রভাব শুরুর পর গত মার্চ শেষে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। সেখান থেকে ৬ মাসে ৭ বিলিয়ন ডলার বেড়ে এ পর্যায়ে এসেছে। এভাবে রিজার্ভ বৃদ্ধির ফলে এখান থেকে প্রকল্প ঋণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৯-২০ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে মোট এক হাজার ৮২০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠান প্রবাসীরা।
২০১৮-১৯ অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেশি ছিল ১৭৯ কোটি ডলার বা ১০ দশমিক ৮৮ শতাংশ। যদিও করোনাভাইরাস শুরুর দিকে গত মার্চ ও এপ্রিল মাসে রেমিট্যান্স কমেছিল। তবে পরবর্তীতে ব্যাপক বৃদ্ধির পাশাপাশি বিদেশ থেকে প্রচুর ঋণ আসায় রিজার্ভে একের পর এক রেকর্ড হচ্ছে।