স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক বাবর আজমকে ছাড়াই খেলেছে পাকিস্তান। ২৬শে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও বাবরকে পাবে না তারা। টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে বাবর আজমের অভাব পূরণে ব্যর্থ পাকিস্তানের টপ অর্ডার। দায় এড়াতে পারবেন না রিজওয়ানও। এই ওপেনার টানা দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন। প্রথম টেস্টে নেতৃত্ব পেয়েই দেখালেন দায়িত্বশীলতার দারুণ উদাহরণ। মঙ্গলবার হোয়াইওয়াশ এড়ানোর মিশনে রিজওয়ান খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস।
রিজওয়ানের ৫৯ বলে ৮৯ রানের ইনিংসে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
নেপিয়ারে টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৩ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২ বল ও ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৩/৭ (কনওয়ে ৬৩; ফাহিম ৩/২০)
পাকিস্তান: ১৯.৪ ওভারে (১৭৭/৬ (রিজওয়ান ৮৯, হাফিজ ৪১; সাউদি ২/২৫)
ম্যাচসেরা: মোহাম্মদ রিজওয়ান
সিরিজ সেরা: টিম সেইফার্ট
সিরিজ: ২-১ ব্যবধানে জয়ী নিউজিল্যান্ড