অনলাইন ডেস্ক : কানাডার গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান ক্যামেরন ওর্টিসের বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি ফাঁস করেছেন বলে রায় দিয়েছেন দেশটির আদালত। বিচারক জানান, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যামেরন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি ফাঁস করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কানাডায় এমন নথি ফাঁসের সাজা এটাই প্রথম। গতকাল বুধবার বিকেলে নিজেকে নির্দোষ দাবি করেন ওর্টিস।

২০১৫ সালে সরকারের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য তিনজনের কাছে উন্মোচন করেন তিনি। ২০১৯ সালে অর্টিসের বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি ফাঁসের অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও অবৈধভাবে একটি কম্পিউটার ব্যবহারেরও অভিযোগ তোলা হয়।

ওর্টিসের দাবি, তিনি তাদের প্রলুব্ধ করার জন্য তথ্য দিয়েছিলেন যেন তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের করা যায়। তার দাবি, দেশকে চরম হুমকি থেকে বাঁচানোর জন্য এই কাজ করেন তিনি।

তবে আদালতের রায়ে তাকে দোষী স্যবস্ত করা হয়েছে।