Home আন্তর্জাতিক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করলো জর্ডান

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করলো জর্ডান

অনলাইন ডেস্ক : রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৬ নাগরিককে গ্রেপ্তার করেছে জর্ডানের গোয়েন্দা সংস্থা জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট। মঙ্গলবার (১৫ এপ্রিল) গ্রেপ্তার করা নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বিস্ফোরক তৈরি, রকেট ও ড্রোন উৎপাদন এবং এসব অস্ত্র সামগ্রী আমদানির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। খবর আল-জাজিরার।

দেশটির গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। অভিযুক্তরা তাদের গ্রুপে কীভাবে লোক নিয়োগ এবং প্রশিক্ষণের পরিকল্পনা করেছিল সেসব তথ্য উঠে আসে বিবৃতিতে।

সংস্থাটি বলছে, একটি ড্রোন ফ্যাক্টরির সন্ধানও পেয়েছে তারা। যেখানে ষড়যন্ত্রকারীরা ড্রোন উৎপাদন করতেন। একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, সন্দেহভাজনরা দেশটির বিরোধী গ্রুপ মুসলিম ব্রাদারহুডের সদস্য।

অপারেশনের অংশ হিসেবে একটি রকেট উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুতও ছিল। সেটা ২০২১ সাল থেকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল বলে জানায় সংস্থাটি।

Exit mobile version