Home বিনোদন রাশিয়ায় নিষিদ্ধ হলিউড তারকা জিম ক্যারি

রাশিয়ায় নিষিদ্ধ হলিউড তারকা জিম ক্যারি

বিনোদন ডেস্ক : জিম ক্যারি হলিউডের এক জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান। তার ব্যতিক্রমী অভিনয় এবং হাস্যরসাত্মক চরিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ‘ম্যান অন দ্য মুন’ ও ‘দ্য মাস্ক’ এর মতো অনেক ছবির মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে গভীর স্থান করে নিয়েছেন। ক্যারি শুধু অভিনয় শিল্পে নয় বরং রাজনৈতিক ও সামাজিক ইস্যুতেও তিনি স্পষ্টভাষী। তার মতামত প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তবে এবার এক ভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে তার নাম। জিম ক্যারি এখন রাশিয়ার নিষিদ্ধ তালিকায়। যা তার জনপ্রিয়তার জন্য নতুন এক দিক উন্মোচন করেছে।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ১০০ জন কানাডিয়ানের তালিকায় রেখেছেন, যাদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ইউক্রেনের প্রতি সমর্থনের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে। এ তালিকায় শুধু জিম ক্যারি একাই নন, ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর লেখক মার্গারেট অ্যাটউডকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়ার সরকার। এছাড়াও কানাডার অনেক বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও এ তালিকায় আছেন বলে জানা যায় জনপ্রিয় ওয়েবসাইট ‘কইমই’ থেকে।

তবে জিম ক্যারি এখনো এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে বিশ্লেষকদের মতামত, রাশিয়ার এই পদক্ষেপ পশ্চিমা সাংস্কৃতিক জগতের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা বলে মনে করা যেতে পারে।

এদিকে, রাশিয়ার ভেতরেও যুদ্ধবিরোধী কণ্ঠ শোনা যাচ্ছে। দেশটির কিংবদন্তি পপ তারকা আল্লা পুগাচেভা প্রকাশ্যে যুদ্ধের নিন্দা করেছেন। তার স্বামী কমেডিয়ান ম্যাক্সিম গালকিন আগেই যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছিলেন। এবার পুগাচেভা তাকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘আমি চাই না আমাদের ছেলেরা অপ্রয়োজনীয় যুদ্ধে প্রাণ না হারাক।

Exit mobile version