অনলাইন ডেস্ক : রাফায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। গতকাল সোমবার (২৭ মে) মধ্যপ্রাচ্যের দেশটি এ ঘটনার নিন্দা জানায়। ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিএ’র একটি গুদাম ঘরকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালায় ইসরায়েলে। এতে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার অধিকাংশ নারী ও শিশু। খবর আরব নিউজ

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এক্স পোস্টে বলেন, দখলদার ইসরায়েল বাহিনী আন্তর্জাতিক এবং মানবিক আইন লঙ্খন করে এ হামলা চালিয়েছে।

এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।গতকাল তিনি বলেন, গাজায় মানবিক পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়েছে তা কোনো ভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, চলমান সংকট সমাধানে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই স্থায়ীভাবে শান্তি সম্ভব।

প্রিন্স ফয়সাল তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টিও তুলে ধরেন। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছে।

গাজায় ইসরায়েল বাহিনীর যুদ্ধাপরাধের জন্য এর কঠোর নিন্দা জানিয়েছে জর্ডানও। এছাড়া রাফায় গতকালের ইসরায়েলি হামলাও নিন্দা জানিয়েছে দেশটি।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশ লঙ্ঘনের সামিল। এমনকি আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও।

এদিকে গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান রাফায় হামলার জন্য তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনায় ইসরায়েলের জবাবদিহির জন্য তুরস্কের যা করা দরকার তাই করবে।

রাফায় সর্বশেষ ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। এক্স পোস্টে তিনি বলেন, এ ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে। রাফায় ফিলিস্তিনের বেসামরিক মানুষের জন্য কোনো নিরাপদ স্থান নেই।

এছাড়া কুয়েত এবং আরব আমিরাতও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।