Home জাতীয় রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে আগুন

রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে আগুন

অনলাইন ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার নামা এলাকায় বস্তিতে আজ সোমবার সন্ধ্যায় আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায়। ৭টা ৫৯ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৯টি ইউনিট সেখানে পৌঁছায়।

আরেকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়ে পথে রয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালিদ সোমবার রাত ৯টায় এ তথ্য দেন। তবে তাৎক্ষণিক হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, মোহাম্মদপুর স্টেশনের দুটি, হেডকোয়ার্টারের একটি, খিলগাঁওয়ের দুটি ও বারিধারার দুটি মিলে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

Exit mobile version