টরন্টো: গত ২২ শে শ্রাবন হোপচার্চ মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়ানবার্ষিকী হয়ে গেল। বন্ধু স্বজনের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বর্ষিয়ান সংস্কৃতজন জনাব ওয়াহিদ ওয়াহিদ আসগার। এরপর একটানা দশটি রবিঠাকুরের গান শোনান মিতুল দত্ত। এরপর সারেঙ্গীতে রাগসংঙ্গীতেয় ছোট খেয়াল শোনান পঙ্কজ মিশ্র। তবলায় সঙ্গত করেন অশোক দত্ত এবং কী বোর্ডে, ইফতেখার হোসেন সোহেল।
তারপর শুরু হয় পার্থ সারথি সিকদারের কন্ঠে রবীন্দ্রনাথের নানা অঙ্গেও অপূর্ব পরিবেশনা হল ভর্তি দর্শক-শ্রোতার জন্য আয়োজনটি ছিল অত্যন্ত মনোঙ্গ, পরিচ্ছন্ন। প্রদীপ নাগের সার্বিক তত্তবাবধানে সেদিনের আয়োজনটি সন্ধ্যা ৭টা শুরু হয়ে শেষ হয় রাত প্রায় ১০টা দশটায়।