বিনোদন ডেস্ক : পনেরো বছর আগে ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল রণবীর সিং। সেই ছবিতে তার সঙ্গে জুটি ছিল আনুশকা শর্মা। প্রথম ছবিতেই জুটিটি দর্শক মনে দারুণ সাড়া ফেলে। সেই সময় থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় শুরু হয় নানা জল্পনা।

কিন্তু ২০১১ সালের এক সাক্ষাৎকারে আনুশকা একেবারে সোজাসাপ্টা জানিয়ে দিয়েছিলেন—‘রণবীর আমার প্রেমিক হতে পারবে না!’
সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘রণবীর খুবই পরিশ্রমী, দারুণ ছেলে। কিন্তু ও নিজের জগতে একেবারে মগ্ন। সারাক্ষণ স্রেফ নিজেকে নিয়েই থাকে। আর সেটাই হওয়া উচিত, কারণ ও ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে।

কিন্তু প্রেমিক হিসেবে আমি এমন কাউকে চাই, যে দেখা করার পর প্রথম থেকে শুধু নিজের গল্পই বলে যাবে না, আমার দিনটা কেমন গেল সেটাও জানতে চাইবে— আর রণবীর সেটা করে না। তাই ওকে ডেট করা সম্ভব নয়।’

রণবীর নিজেও মজা করে বলেছিলেন, আনুশকা নাকি নিজের প্রেমিককে ‘খুন’ করে দেবে! উত্তরে অভিনেত্রী হেসে বলেছিলেন, ‘হয়তো ঠিকই বলেছে!’

‘ব্যান্ড বাজা বারাত’-এর পর রণবীর-আনুশকা জুটিকে ফের দেখা যায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ছবিতে। তারপরেই তাদের দুজনের কথাবার্তা বন্ধ হয়ে যায়।

এর বেশ কয়েক বছর পর ‘দিল ধাড়কানে দো’ ছবিতে আবার একসঙ্গে দেখা গিয়েছিল আনুশকা ও রণবীরকে।

বর্তমানে দু’জনেই নিজেদের জীবনে সুখী। আনুশকা বিয়ে করেছেন ক্রিকেটার বিরাট কোহলিকে, তাদের দুটি সন্তান— ভামিকা ও আকায়। অন্যদিকে, রণবীর ঘর বাঁধেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ২০২৪ সালে তাদের কন্যা সন্তান ‘দুয়া’র জন্ম হয়েছে।

‘জিরো’ ছবির পর থেকে বড় পর্দায় নেই আনুশকা, নিচ্ছেন বিরতি। অন্যদিকে রণবীর ব্যস্ত ‘ধুরন্ধর’ ছবির কাজ নিয়ে। যে ছবিতে তার সঙ্গে রয়েছেন আর মাধবন, সঞ্জয় দত্ত ও অক্ষয় খান্নার মতো তারকারা। সে ছবির পর রণবীরের হাতে রয়েছে ফারহান আখতারের ‘ডন থ্রি’।