অনলাইন ডেস্ক : সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন, আপনাকে ঠিক করতে হবে, আপনি কি এখনো সহিংসতা চালাবেন, রক্তপাত চালাবেন নাকি ছাত্রদের দফা অনুযায়ী পদত্যাগ করবেন।
রোববার (৪ আগস্ট) দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে ছাত্র-নাগরিকের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, গন্তব্য পরিষ্কার। বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য। আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায়। আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি।’
আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘আমাদের এক দফা দাবি ঘোষণা হয়ে গিয়েছে। এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা বাকি। আমাদের যদি গুম করা হয়, খুন করা হয়, গ্রেফতার করা হয়; যদি ঘোষণা দেওয়ার মতো কেউ না থাকে আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন।’
আজ আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি মাঠে নেমেছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায়। দেশটা একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হচ্ছে। ছাত্র-জনতা যেকোনো মুহূর্তের জন্য প্রস্তুত। আজ লাঠি তুলে নিয়েছি। যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত। আপনারা প্রতিরোধ করুন, রুখে দাঁড়ান, সন্ত্রাসীদের বাংলাদেশ ছাড়া করতে হবে।’