বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। টেলি টাউনে জনপ্রিয়তার শিখর ছোঁয়ার পর বিগ বসের ঘরে হাজির হন তিনি। সালমান খানের শো থেকে বের হওয়ার পর হিনার জনপ্রিয়তা আরো বাড়তে শুরু করে। টেলি টাউন ও বলিউডে জনপ্রিয়তা পেলেও, হিনা খানের যাত্রা খুব একটা সহজ ছিল না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজেই এমনটা জানালেন। হিনা খান জানান, মাত্র ২০ বছর বয়সে বাবা-মাকে না জানিয়ে কাশ্মীর থেকে পালিয়ে মুম্বইতে আসেন তিনি। কাশ্মীরের একটি রক্ষণশীল পরিবারের মেয়ে তিনি। রক্ষণশীল পরিবারের মেয়ে হিনার অভিনয় জীবনকে বাবা খুব সহজে মেনে নেবেন না, সেই আঁচ আগে থেকেই ছিল।
ফলে তিনি পরিবারকে কিছু না জানিয়েই মুম্বইতে চলে যান। এরপর অভিনয়কে পেশা হিসেবে বেছে নেয়ার পর হিনা খানের মায়ের আত্মীয়স্বজন থেকে বন্ধু-বান্ধব, প্রত্যেকে তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। তবে তার ‘মেগা ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়’ জনপ্রিয়তা পাওয়ার পর ক্রমাগত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে বলে জানান হিনা খান। অভিনয় জগতে পা রাখার পর ১১ বছর পার হয়ে গেছে। টেলি টাউন থেকে বলিউডে, সর্বত্রই তিনি এখন এক পরিচিত নাম এবং সফল অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।