Home রকমারি যে কারণে প্রেমিকার বদলে পুতুলকে বিয়ে করলেন এই যুবক

যে কারণে প্রেমিকার বদলে পুতুলকে বিয়ে করলেন এই যুবক

অনলাইন ডেস্ক : নারীর মন জয় করে চলার চেয়ে পুতুলের সঙ্গে বসবাস সহজ লেগেছে তার কাছে। তাই প্রেমিকার উপর বিরক্ত হয়ে জীবনসঙ্গিনী হিসাবে মানুষের পরিবর্তে পুতুলকেই বেছে নিয়েছেন হংকংয়ের জাই তিয়াংরং নামের ৩৬ বছরের এক যুবক। ২০১৯ সালে ১০ হাজার ইউয়ানে কেনা মোচি নামের ওই পুতুলকে সম্প্রতি বিয়ে করেছেন তিনি। খবর দ্য সান ও আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, ৩৬ বছরের তিয়াংরং বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাবা-মা, আত্মীয় স্বজন এবং নিকট বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই ওই পুতুলকে বিয়ে করেছেন তিনি। পুতুল মোচির জন্য আইফোন-১২-সহ একাধিক উপহারও কিনেছেন ওই যুবক। পুতুলের গা নষ্ট হতে পারে— এই আশঙ্কায় তিনি নিজের স্ত্রীকে চুম্বন করেননি বলেও উল্লেখ করা হয়েছে।

এই বিয়ে নিয়ে তিয়াংরং বলেছেন, ‘আমি মোচিকে খুব সম্মান করি। এর আগে আমার মানুষ প্রেমিকা ছিল। কিন্তু এখন আমি পুতুলের প্রতি আকৃষ্ট। যদিও আমি ওর সঙ্গে কোনও দিন সম্পর্ক স্থাপন করিনি।’ পুতুলকে বিয়ে করার কারণও বলেছেন হংকংয়ের ওই যুবক। বলেছেন, ‘যখন আমি আর আমার সাবেক বান্ধবী এক সঙ্গে থাকতাম, ওর নজর আমার ফোনেই বেশি থাকত। কিন্তু মোচি আলাদা। তার সব আকর্ষণ আমাকে ঘিরেই।’

Exit mobile version