স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে রোববার ভোরে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশের সামনে আছে সিরিজ জয়ের সুযোগ।
ম্যাচটির আগে টাইগার কোচ রাসেল ডমিঙ্গো সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি জানান, দ্বিতীয় টেস্টে ভয়হীন ক্রিকেট খেলবে তার শিষ্যরা।
নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ভয়হীন খেলা কিভাবে খেলবে, এর কারণটা জানাতে গিয়ে ডমিঙ্গো বলেন, এটা তরুণ একটা দল। ফলে পুরোনোদের মতো নিউজিল্যান্ডে বিপক্ষে এতবার খেলে হারার ক্ষতটা তাদের নেই। দলের পরিবেশ বেশ ভালো এখন।
তিনি আরো বলেন, এই তরুণেরা বাংলাদেশের ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী, প্রতিজ্ঞাবদ্ধ। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোনো দলই সিরিজ জিততে পারেনি, সেটা করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। কাজ শেষ হয়নি এখনো। ছেলেরা বিশেষ কিছু অর্জন করতে চায়, যেটা দেখে পরবর্তী প্রজন্ম উৎসাহিত হতে পারে।
ক্রাইস্টচার্চের পিচ হলো পেসারদের স্বর্গরাজ্য। এতেও একটুও বিচলিত না টাইগাররা। কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, নিউজিল্যান্ডের যেমন পেসার আছে। বাংলাদেশেরও আছে।