অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ অভিবাসীরা তাদের সন্তানদের উজ্জল কোনো ভবিষ্যত দেখতে পারছেন না। যাদের বড় একটি অংশ ভারতীয় আমেরিকান। এই সন্তানেরা বাবা–মায়ের সঙ্গে ছোট শিশু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু তাদের বয়স এখন ২১ বছর হওয়ায় তারা আর যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না। এ অবস্থায় তাদেরকে তাদের বাবা-মায়ের দেশে ফিরতে হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীদের এ রকম প্রায় ২ লাখ ৫০ হাজার সন্তান রয়েছে, যাদের অধিকাংশ ভারতীয়।
এই পরিস্থিতির জন্য গত বৃহস্পতিবার (২৬ জুলাই) হোয়াইট হাউস রিপাবলিকানদেরই দায়ী করেছে।
এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমি সিনেটে দ্বি–দলীয় সমঝোতার কথা বলেছি, যেখানে তথাকথিত ‘ডকুমেন্টেড ড্রিমার্স’দের সহায়তার করার জন্য একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। কিন্তু রিপাবলিকানরা পরপর দুইবারই এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।
গত মাসে বাইডেন প্রশাসনকে আড়াই লাখের বেশি ‘ডকুমেন্টেড ড্রিমার্স’কে রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন অভিবাসন, নাগরিকত্ব এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ক সিনেট বিচার বিভাগীয় উপকমিটির চেয়ারম্যান সিনেটর অ্যালেক্স প্যাডিলার নেতৃত্বে এবং রিপ্রেজেনটেটিভ ডেবোরা রসসহ ৪৩ জন আইন প্রণেতা।
গত ১৩ জুন কমিটি এক চিঠিতে বাইডেন প্রশাসনকে বলা হয়, এই তরুণেরা মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন এবং এখানেই শিক্ষা জীবন শেষ করেছেন। কিন্তু গ্রিনকার্ড দেয়ার প্রক্রিয়ায় দীর্ঘ জটিলতার কারণে পরিবারগুলোকে প্রায়ই স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার জন্য কয়েক দশক অপেক্ষায় থাকতে হয়।