অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলীয় অংশে টর্নেডোর আঘাতে মিসৌরিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মিসৌরির গভর্নর দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়ে সতর্ক করে বলেন, শনিবার (১৫ মার্চ) আবারও টর্নেডো আঘাত হানতে পারে। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সেবা জানিয়েছে, টর্নেডোর আঘাতে একাধিক অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসি
মিসৌরি রাজ্য হাইওয়ের পেট্রোল এক্স পোস্টে জানিয়েছে, পুলিশ এবং স্থানীয় সংস্থাগুলো টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে।
বিবিসির মার্কিন অংশীদার সিবিসি নিউজ জানিয়েছে, ধ্বংসাত্মক এই ঝড় টেক্সাস এবং ওকলাহোমাতেও আঘাত হেনেছে। যেখানে শতাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। ঝড়ের আঘাতে বেশ কয়েকটি ট্রাক উল্টে গেছে।
ওকলাহোমা বন সেবা জানিয়েছে, দাবানলগুলোর মধ্যে একটির নাম দেওয়া হয়েছে ৮৪০ রোড ফায়ার। এর ফলে ২৭ হাজার ৫০০ একর জমি পুড়ে গেছে। যা এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এছাড়া সংস্থাটি প্যানহ্যান্ডেল অঞ্চলে একটি ‘লাল পতাকা’ সতর্কবার্তা জারি করেছে। যার মাধ্যমে আগুনের তীব্রতাকে নির্দেশ করা হয়।