Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু কমলো: রিপোর্ট

যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু কমলো: রিপোর্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু প্রায় দুই বছর কমে গেছে। মহামারির আগের বছরগুলোতে দেশটিতে যে স্থিতিশীলতা বজায় ছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেক্ষেত্রে ব্যাপক নেতিবাচক পরিবর্তন ঘটায় তা মানুষরে গড় আয়ুর ওপর প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ ন্যাশনাল ভাইটাল স্ট্যাটিস্টিকস রির্পোটের উদ্ধৃতি দিয়ে বুধবার (২৪ আগস্ট) ইয়াহু নিউজ এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

দেশটিতে ২০১৯ সালের জাতীয় গড় আয়ুর তুলনায় ২০২০ সালে তা এক বছর আট মাস কমে যায়। এর আগের বছরগুলোতেও দেশটিতে মানুষের গড় আয়ুর ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়। ২০২০ সালে আমেরিকান নাগরিকদের গড় আয়ু দাঁড়ায় ৭৭ বছর।

রির্পোট অথোরদের বরাত দিয়ে বলা হয়, ‘কোভিড-১৯ ও দুর্ঘটনাবশত: ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যু সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু কমে গেছে।’

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে নিউইয়র্কে ২০২০ সালে মানুষের গড় আয়ুর সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায়। যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসের প্রথম ঢেউ চলাকালে নিউইয়র্কে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে সেখানে বহু মানুষের মৃত্যু ঘটে। এ অঙ্গরাজ্যের মানুষের গড় আয়ু ২০১৯ সালের গড় আয়ু থেকে তিন বছর হ্রাস পেয়ে ২০২০ সালে তা ৭৭ দশমিক ৭ বছর দাঁড়ায়।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংগঠনের পৃথক এক প্রতিবেদনে বলা হয়, মহামারি করোনাভাইরাস চলাকালে বিশ্বের উন্নত অধিকাংশ দেশের মানুষের গড় আয়ু কমে যেতে দেখা যায়।

Exit mobile version