অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে একটি ট্রাক ঢুকে পড়লে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ সময় চালক একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণও করেন।
স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) ভোরে স্থানীয় ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ৩০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, একটি ট্রাক প্রচণ্ড গতিতে ভিড়ের মধ্যে ধাক্কা মারেন। এক পর্যায়ে চালক বেরিয়ে এসে গুলি চালাতে শুরু করে।
শহরের সরকারি দুর্যোগ প্রস্তুতি সংস্থা ‘নোলা রেডি’ নিশ্চিত করেছে, ক্যানাল ও বোরবন স্ট্রিটে একটি ভিড়ের মধ্যে উঠে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
নিউ অরলিন্স ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস ৩০ জন আহতকে হাসপাতালে নিয়েছে বলে জানানো হয়েছে।