অনলাইন ডেস্ক : চীনে গভীর সঙ্কটের মধ্যে দেশটির রিয়েল এস্টেট খাত। এরই মাঝে বিশাল চীনা রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্রান্ড যুক্তরাষ্ট্রে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। আজ শুক্রবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ঋণদাতাদের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের এক চুক্তিতে পৌঁছানোর জন্য ঋণভারে জর্জরিত এই কোম্পানিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার স্থাবর-অস্থাবর সম্পদ রক্ষা করার অনুমতি দেবে।
২০২১ সালেই এভারগ্রান্ডের বিশাল ঋণ খেলাপি হয়। সেই সময় বিশ্বব্যাপী আর্থিক বাজারে এই ঘটনা ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছিল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিকে নিয়ে উদ্বেগ যত বাড়ছে, তার সঙ্গে যুক্ত হয়েছে চীনের রিয়েল এস্টেট খাতের এসব সমস্যা।
এ সঙ্কট থেকে উত্তরণের জন্য কোম্পানিটি গত বৃহস্পতিবার নিউইয়র্কের এক আদালতে আবেদন করেছে। চ্যাপ্টার-ফিফটিন নামে আইনের এক অধ্যায়ের মাধ্যমে কোনো বিদেশি কোম্পানির মার্কিন সম্পদকে রক্ষা করা হয় যাতে কোম্পানিটি তার ঋণ পরিশোধের বিষয়ে ঋণদাতাদের সাথে আলোচনা করতে পারে।
এ বিষয়ে বিবিসির তরফ থেকে যোগাযোগ করা হলেও এভারগ্রান্ড কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
চায়না এভারগ্রান্ড গ্রুপের রিয়েল এস্টেট শাখার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চীনের ২৮০টিরও বেশি শহরে কোম্পানিটির এক হাজার ৩০০টিরও বেশি নির্মাণ প্রকল্প রয়েছে। এই গ্রুপের অন্যান্য বহু ব্যবসার মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ এবং একটি ফুটবল ক্লাব।