Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মদপানে বছরে ৯৩ হাজার মৃত্যু

যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মদপানে বছরে ৯৩ হাজার মৃত্যু

অনলাইন ডেস্ক : ২০২০ সালে মাত্রাতিরিক্ত মদপানের কারণে যুক্তরাষ্ট্রে ৯৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগে এক বছরে মাদকের কারণে এত মৃত্যু যুক্তরাষ্ট্রে ঘটেনি। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্র্রোলের (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মদপানে মৃত্যুর সংখ্যা ছিল ৭২ হাজার ১৫১ জন। ওই বছরের তুলনায় ২০২০ সালে ২১ হাজার জন বেশি মারা যান।

সিডিসির প্রতিবেদনে বলা হয়, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৯৩ হাজার ৩৩১ জন মারা গেছে। বিশেষজ্ঞরা মাদকের ব্যবহার বৃদ্ধির পেছনে করোনাভাইরাসকেই দায়ী করছেন। তারা বলছেন, মহামারির কারণে সৃষ্ট হতাশা থেকে যুক্তরাষ্ট্রে মাদক গ্রহণের প্রবণতা বেড়েছে।

গত বছরে শুধু ফেন্টানিলের (অপিওয়েড) মাত্রাধিক্যের কারণে মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৭১০ জনের। এ ছাড়া মৃত্যু বড়ার পেছনে মেটাফিটামিন ও কোকেইন ব্যবহারেরও দায় আছে।

Exit mobile version