Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ দাবানল, নিহত ৩৬

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভয়াবহ দাবানল, নিহত ৩৬

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াই অঞ্চলের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। মাউই দ্বীপের প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট লাহাইনা শহর বড় ধরনের ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছে। এ শহরের বেশিরভাগ অংশই বিধ্বস্ত হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ দাবানলকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

মাউই কাউন্টি সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “অগ্নিনির্বাপণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। লাহাইনার এ ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্য থেকে ৩৬ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।’

মঙ্গলবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের এ দ্বীপ রাজ্যে দাবানল শরু হয়। মাউই দ্বীপের ৩৫ হাজারের বেশি মানুষ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অবকাঠামো ঝুঁকির মধ্যে আছে। হাওয়াই দ্বীপের জরুরি ব্যবস্থাপনা সংস্থা বুধবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

হারিকেন ডোরার কারণে সৃষ্ট প্রবল বাতাসের কারণে দ্রুত দাবানল ছড়াচ্ছে। বাঁচার জন্য অনেক মানুষ পাশের সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে যে প্রায় ১২ হাজার বাসিন্দার শহর লাহাইনার কেন্দ্রে আগুন জ্বলছে। এ শহরটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট।

দাবানল থেকে রক্ষা পাওয়া বাসিন্দা মেসন জার্ভি বলেছেন, এটা আমার দেখা সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এতে সম্পূর্ণ লাহাইনা শহর পুড়ে ছারখার হয়ে গেছে।

লাহাইনায় ২৭০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এ শহরের গভর্নর জোশ গ্রিন বলেছেন, মাউই দ্বীপের প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট লাহাইনার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে। এখানে শত শত স্থানীয় পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র : আল-জাজিরা, বিবিসি

Exit mobile version