অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে টানা চার ঘণ্টা আলোচনা করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। এ আলোচনাকে ‘ইতিবাচক’ বলছেন ক্রেমলিনের প্রতিনিধি। খবর বিবিসির।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রিয়াদের দিরিয়াহ প্যালেসে সৌদি আরবের মধ্যস্থতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক শুরু হয়েছিল।

এতে অংশ নিয়েছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বৈঠকে রাখা হয়নি ইউরোপ ও ইউক্রেনের কোনো প্রতিনিধিকে।

বিবিসির প্রতিনিধি টম ব্যাটম্যান জানিয়েছেন, মিটিংয়ের শুরুতে উভয় দল নিশ্চুপ বসে ছিলেন। তখন তিনি রুবিওকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে বঞ্চিত করছে কি না। তখন রুবিও কোনো উত্তর দেননি।

এদিকে আরটির প্রতিবেদন বলছে, সরাসরি জেলেনস্কির সঙ্গে আলাপ করতে প্রস্তুত পুতিন। আর জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না তারা।

রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে যুক্তরাষ্ট্র জানিয়েছে, আজকের আলোচনা হচ্ছে যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিক কি না তা দেখার প্রথম পদক্ষেপ। অন্যদিকে রাশিয়া বলছে, তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা করছে।