অনলাইন ডেস্ক : ফিলিস্তিনিদের সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে ইরান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি দেশজুড়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংসভাবে দমন করার জন্য মার্কিন কর্তৃপক্ষের নিন্দা জানিয়েছেন।

যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘ফিলিস্তিনপন্থি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশকে স্তব্ধ করতে সহিংস দমন সরঞ্জামের ন্যায্যতা প্রমাণ ও ব্যবহারের জন্য সত্যকে বিকৃত করার এবং সত্যিকারের ছাত্র এবং অ্যাকাডেমিক ক্ষোভ এবং বিক্ষোভকে ইহুদিবিদ্বেষ হিসাবে বর্ণনা করার জন্য মার্কিন সরকারি কর্তৃপক্ষের পদক্ষেপ, তাদের ক্রিয়াকলাপের কদর্যতা হ্রাস করে না।
কানানি বলেন, ইহুদি শিক্ষার্থীসহ উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি জনগণ ইহুদিবাদী সরকারের ঘৃণ্য অপরাধের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করেছে। অথচ এই সরকারের প্রতি মার্কিন সরকার লজ্জাজনকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাকস্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষকদের মুখ থেকে ‘ভণ্ডামির মুখোশ’ খসে পড়েছে।