Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান হলেন তুলসী

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান হলেন তুলসী

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত তুলসী গ্যাবার্ডই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হয়েছেন। বুধবার মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে চূড়ান্ত হয় এই ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্যের মনোনয়ন। তুলসীর গোয়েন্দাপ্রধান হওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে, কারণ তুলসী তার মন্ত্রিসভার সবচেয়ে বিতর্কিত সদস্যদের মধ্যে একজন ছিলেন।

৪৩ বছর বয়সী তুলসীর আওতায় থাকবে যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার দায়িত্ব। আর গোয়েন্দা বিষয়ে প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন হাওয়াইয়ের এই প্রাক্তন কংগ্রেসওম্যান।

ট্রাম্পের উপস্থিতিতে ওভাল অফিসে একটি অনুষ্ঠানে তুলসীকে শপথ পাঠ করান অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তাকে অসাধারণ সাহসী ও ব্যতিক্রমী দেশপ্রেমী এক মার্কিন বলে অভিহিত করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘তিনি (তুলসী) তার পুরো জীবন জনসেবার জন্য উৎসর্গ করেছেন। আমি বিভিন্ন শো এবং অন্যান্য জায়গায় তাকে অনেক বছর ধরে দেখেছি। তিনি একজন অসাধারণ বিচারবুদ্ধিসম্পন্ন নারী এবং আমরা এমন মানুষ পছন্দ করি।’

তুলসী তাকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নির্বাচন করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দুঃখজনকভাবে, আমেরিকার জনগণের গোয়েন্দাদের ওপর খুব কম আস্থা রয়েছে। কারণ তারা দেখেছে, একটি প্রতিষ্ঠান, যা শুধু আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হওয়ার কথা, তা রাজনৈতিক ও অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।’

তিনি আরও বলেন, গোয়েন্দা সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে আমেরিকার জনগণের নিরাপত্তা, সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে মনোনিবেশ করবেন তিনি।

প্রসঙ্গত, আমেরিকান সামোয়ায় জন্মগ্রহণ করা তুলশি বেড়ে উঠেছেন হাওয়াইতে। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত হাওয়াইকে যুক্তরাষ্ট্রের হাউসে ডেমোক্র্যাট হিসেবে চার মেয়াদে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। পরে ডেমোক্র্যাট হিসেবে প্রেসিডেন্ট পদেও প্রার্থী হয়েছিলেন, কিন্তু ২০২২ সালে পার্টি ছেড়ে দেন এবং গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণা শুরু করার পর রিপাবলিকান দলের সদস্যপদ গ্রহণ করেন।

সূত্র : আল জাজিরা

Exit mobile version