Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়া প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়া প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। এর আগে ২০০৮ সালে গড়া বারাক ওবামার রেকর্ড ভেঙে ইতোমধ্যে ৭ কোটির বেশি ভোট পেয়েছেন বাইডেন।

নিউইয়র্ক টাইমস, সিবিএস নিউজ, হাফিংটন পোস্ট, এপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ৭৭ বছর বয়সী বাইডেন মোট ভোট পেয়েছেন ৭ কোটি ৪ লাখ ৭০ হাজার ২০৭টি ভোট। যা মোট ভোটের ৫০ দশমিক ৩ শতাংশ। এর আগে ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬টি ভোট। সেটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে তখন পর্যন্ত কোনো প্রেসিডেন্টের পাওয়া সর্বোচ্চ ভোট।

এবারের নির্বাচনে জনপ্রিয় ভোটে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প মোট ভোট পেয়েছেন ৬ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৯৩৬টি ভোট, যা মোট ভোটের ৪৮ শতাংশ। বুধবার সন্ধ্যা পর্যন্ত এমন তথ্য পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত কয়েক লাখ ভোট গোনা বাকি আছে।

সবগুলো রাজ্যের ভোট গণনা শেষ হওয়ার আগে ইতোমধ্যেই ৭ কোটির বেশি ভোট নিজের পকেটে পুরেছেন জো বাইডেন। তবে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট এখনো নিশ্চিত করতে পারেননি এই ডেমোক্র্যাট প্রার্থী।

অন্যদিকে, কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যে এগিয়ে থেকে জয়ের সম্ভাবনা এখনো ধরে রেখেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বারাক ওবামার রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছেন তিনিও।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রেকর্ড টার্নআউট দেখেছে। দেশটির যোগ্য নাগরিকদের মধ্যে এবারে ভোট দেওয়ার হার নিয়ে গড়া এক শতাব্দীরও বেশি সময় আগের রেকর্ড ভেঙে গেছে।

এনবিসি নিউজের প্রজেকশন অনুযায়ী, এবারে অন্তত ১৫ কোটি ৯৮ লাখ মার্কিন নাগরিক ভোট দিয়েছে। এর ফলে দেশটির যোগ্য নাগরিকদের মধ্যে এবার ভোট দেওয়ার হার ৬৬ দশমিক ৭ শতাংশ। এর আগে দেশটির সর্বোচ্চ টার্নআউটের হার ছিল ১৯০৮ সালে। সেবারে দেশটির ৬৫ শতাংশের বেশি যোগ্য নাগরিক ভোট দেয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভোটাররা মূলত ভোট দিয়ে ইলেক্টোরাল ভোটার নির্বাচন করেন। তারাই চূড়ান্তভাবে প্রেসিডেন্ট নির্ধারণ করে থাকেন। দেশটিতে মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। মূলত জনসংখ্যার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলোর জন্য ইলেক্টোরাল ভোট নির্দিষ্ট করা আছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে অন্তত ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিতের প্রয়োজন পড়ে।

Exit mobile version