অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী। সোমবার (৩০ ডিসেম্বর) মার্কিন কর্মকর্তারা এমন দাবি করেছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডিসেম্বরের শুরুর দিকে হ্যাকিংয়ের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এর কয়েকদিন পর হ্যাকিংয়ের শিকার হয়। চীনা ওই হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র এবং তাদের কাছে রাখা গোপন নয় এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়। তবে কোন কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে এবং কত সময় ধরে হ্যাকিং হয়েছে তা জানায়নি মন্ত্রণালয়টি।
হ্যাকিংয়ের এই ঘটনাকে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করেছে মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি সংস্থা এই ঘটনা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে কাজ করছে।
চীন অবশ্য এসব দাবি উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাস বলছে, কাঁদা ছোড়াছুড়ির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ করছে।