Home আন্তর্জাতিক যুক্তরাজ্যে করোনার ‘ভয়াবহতা’ বাড়ছে, ফের কঠোর লকডাউন

যুক্তরাজ্যে করোনার ‘ভয়াবহতা’ বাড়ছে, ফের কঠোর লকডাউন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যজুড়ে ফের বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ। এমন অবস্থায় ফের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার বলেছেন, ইংল্যান্ডের প্রায় পাঁচ কোটি ৬০ লাখ লোককে সম্ভবত আগামী মাঝ ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউনে থাকতে হবে।

বরিস বলেন, এসময় প্রত্যেককে অবশ্যই বাড়িতে থাকতে হবে। নতুন এই জারি করা লকডাউনে আগামী বুধবার থেকে দেশটির প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। জিম, গলফ কোর্ট, টেনিস কোর্ট বন্ধ থাকবে।

এদিকে স্কটল্যান্ডেও জারি করা হয়েছে একই ধরনের লকডাউন।

ব্রিটিশ এই প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, আগামী সপ্তাহগুলো ‘কঠিন সময়’ হবে।

দেশটিতে ইতোমধ্যে করোনা রোগী সামাল দিতে হিমশিম খাছে হাসপাতালগুলো। এনিয়ে বরিস বলেছেন, প্রায় ২৭ হাজার করোনা রোগী হাসপাতালে- যা প্রথম করোনার ঢেউয়ের চেয়ে ৪০ শতাংশ বেশি।

গত মঙ্গলবার দেশটিতে ৮০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গতকাল সোমবার টানা ৭ দিনের মত ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিন বরিস আরো বলেছেন, বেশিরভাগ দেশেই এখন কঠোর লকডাউনের আওতায়, নতুন এই করোনা দমাতে এটা পরিষ্কার যে আমাদের একসঙ্গে অনেক কিছু করতে হবে। বিবিসি, এনডিটিভি

Exit mobile version