অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার বরখাস্ত হলেন আবাসনবিষয়ক মন্ত্রী র্যাচেল ম্যাকলিন। আজ সোমবার তাকে বরখাস্ত করেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আজ সোমবার উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে অব্যাহতি দেওয়ার খবর প্রকাশের পর থেকেই শুরু হয় আলোচনা। ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশদের আন্দোলনে পুলিশি ভূমিকা নিয়ে গত সপ্তাতে এক নিবন্ধে প্রশ্ন তোলেন ব্রেভারম্যান। তার ওই মন্তব্য ফিলিস্তিনপন্থীদের আরও উসকে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এতে করে চাপে পড়েন ঋষি সুনাক। এরপরই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ব্রেভারম্যানকে। এরপর ব্রেভারম্যানের স্থলাভিষিক্ত হন জেমস ক্লেভারলি। তিনি ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তাকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় শূন্য হয়ে পড়ে পররাষ্ট্রমন্ত্রীর পদ। সেখানে নিয়োগ দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে।
বরখাস্ত হওয়ার খবর জানার পর এক্স-এনিজের হতাশা প্রকাশ করেন র্যাচেল। রেডিশের এই এমপি বলেন, ‘এই সংবাদে আমি হতাশ।’
তবে তাকে উৎসাহ দিয়েছেন বাণিজ্যমন্ত্র কেমি বাডেনোস। এক পোস্টে তিনি বলেন, `র্যাচেল ম্যাকলিনের প্রস্থানে আমি ব্যাথিত। আপনি দারুণ একজন মন্ত্রী ছিলেন।’
৫৮ বছর বয়সী র্যাচেল ২০১৭ সাল থেকে কনজারভেটিভ এমপি। চলতি বছর ৭ ফেব্রুয়ারি তিনি আবাসন বিষয়ক দপ্তরের দায়িত্ব নেন।