Home জাতীয় ‘যথাসময়ে বেতন-ভাতা দিলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করা লাগতো না’

‘যথাসময়ে বেতন-ভাতা দিলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করা লাগতো না’

অনলাইন ডেস্ক : গণমাধ্যম প্রতিষ্ঠান কর্মচারীদের যথাসময়ে বেতন-ভাতা দিলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করা লাগতো না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার (২২ মার্চ) দুপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ দেওয়া হয়েছে তা মেনে চলার চেষ্টা করবে সরকার। সাংবিদকতা পেশাকে আরও মানসম্মত করতে তথ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এবার মোট ৩৭৪ জন সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারকে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা অনুদান দেয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট সবসময় কাজ করে যাবে বলে জানান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

Exit mobile version