খুরশীদ শাম্মী
গর্ত যখন পায়ের কাছে
হোঁচট খেলেই পড়ে যাবে;
যা হবার সব তোমার হবে
দুঃখ পাবে দেহ মনে।
যদি-ও-বা কেউ খাদ বলে।
খাদ? সে তো ফাঁদ-ই পাতে!
বুঝে শুনে সামনে হেঁটো।
সম্ভাবনা? থেকে-ই গেলো।
বন্ধু বলো, শত্রু বলো,
মানুষ সবাই এক কাতারে!
হিংসা বলো, স্নেহ বলো,
থেকে যায় তা আচরণে।
তুমি বলো, আমি বলো,
আমরা কি আর ভিন্ন কিছু?
সত্য বলো, ব্যঙ্গ করো,
পাবে কি আর নিস্পাপ শিশু?
ব্যর্থ যদি হও কখনো
দোষ না খুঁজে, সময় নিও।
ছলচাতুরী ভর করিলে
তখন না হয়, মুক্তি দিও।
মানুষ? সে তো সত্যে মিথ্যে।
প্রকাশ পেলেই শিথিল হবে
স্বার্থ তখন দখল নেবে,
ভাব ভালোবাসা উড়াল দেবে।
যে যাবার সে চলে যাবে
সব স্মৃতি-ই থেকে যাবে,
যা হবার সব তোমার হবে
দুঃখ পাবে অন্তর মমে।
লোক যেটাকে নিঁখুত বলে
খুঁত থাকে তার অন্তরালে।
এমন বাণী প্রচার করে
বসি নিটোল বিশ্লেষণে।
ভালো মন্দ মিলে-মিশে
পথ তবুও চলতে হবে।
সম্ভাবনা থেকে-ই গেলো,
নিজেই নিজের যত্ন নিও।
টরন্টো, অন্টারিও, কানাডা