স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রবিবার রাতে অলিম্পিক লিওঁর মাঠে ৩-২ গোলে হেরে গেছে এএস মোনাকো। তাতেই শেষ হলো লিগ শিরোপা রোমাঞ্চ। উৎসব শুরু হয় প্যারিসজুড়ে।
লিগে ওয়ানে এ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১২বারের মতো চ্যাম্পিয়ন হলো পিএসজি। তন্মধ্যে গত গত ১২ বছরেই ১০টি। এ সময়ে কেবল দুবার ট্রফি জেতা হয়ন পিএসজির। ২০১৬-১৭ মৌসুমে মোনাকো এবং ২০২০-২১ মৌসুমে ট্রফি জেতে অলিম্পিক লিল।
শনিবার রাতেই শিরোপা জিততে পারতো পিএসজি। কিন্তু লা হাভরের বিপক্ষে হোঁচট খায় তারা। দুই গোলে পিছিয়ে থেকেও ঘরের মাঠে ৩-৩ ব্যবধানে ড্র করে লুইস এনরিকের দল। ওই ড্রয়ে অপেক্ষা বাড়ে পিএসজির। ২৪ ঘণ্টার মধ্যে শেষ হলো প্রতীক্ষার প্রহর।
লিগে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে আছে পিএসজি। লিগের বাকি তিন ম্যাচ তাদের জন্য শুধুই নিয়মরক্ষার। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল মোনাকো। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রেস্ট। চারে থাকা লিলেঁর সংগ্রহ ৫৫ পয়েন্ট। ৪৪ পয়েন্টে আট নম্বরে থাকল লিওঁ।
প্রান্তসীমায় আসা লিগ মৌসুমে পিএসজি হেরেছে কেবল এক ম্যাচে। বাকি ৩০ ম্যাচের ২০টিতে জিতেছে তারা। প্যারিসিয়ানরা ড্র করেছে ১০ ম্যাচে। লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল পিএসজি। দ্বিতীয় সফল দল সেঁত অ্যাঁতিয়েন। ১০বার ট্রফি জিতেছে।
সেঁত অ্যাঁতিয়েনের পেছনে আছে যথাক্রমে অলিম্পিক মার্শেই (৯), মোনাকো (৮), নঁতে (৮), লিওঁ (৭), বোর্দে (৬) ও রেইমস (৬)। এ ছাড়া লিলঁ ও নিসঁ দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে।