অনলাইন ডেস্ক : দেশের বাহিরে যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কিন্তু তার সেই আবেদন খারিজ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কারণ হিসেবে বলা হয়েছে, নিরাপত্তা্র কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত।

আজ সোমবার (২৯ মার্চ) এক টুইট বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন মেহবুবা মুফতি নিজেই। সেখানে তিনি ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া আবেদন খারিজের চিঠিটি তুলে ধরেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‌‌‌‌‌‌‌‌‌‌’ভারতের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ’ সিআইডির এমন শঙ্কার প্রেক্ষিতে আমার পাসপোর্ট আবেদন খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ। ২০১৯ সালের আগস্টের পর থেকে কাশ্মিরে চলমান স্বাভাবিক অবস্থার এটাই নমুনা। তাদের ধারণা, একজন সাবেক মুখ্যমন্ত্রীকে পাসপোর্ট দিলে জাতির নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধান থেকে কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করে তারা। দীর্ঘদিন এমন অবস্থা চলে। গৃহবন্দী করা হয় সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ফারুক, ওমর আবদুল্লাহসহ জম্মু-কাশ্মিরের বহু নেতা-নেত্রীকে।

গত বছরের অক্টোবরে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের ওপর এখনও নজর রাখছে ভারতের কেন্দ্রীয় সরকার।