স্পোর্টস ডেস্ক : গত এক যুগে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় প্রশ্নই সম্ভবত এটি। কে সেরা- লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো। এই প্রশ্নের উত্তরে দুই ভাগ হয়ে গেছে পৃথিবী। সাবেক তারকা থেকে দর্শক-সমর্থক সবাই নিজেদের পছন্দের খেলোয়াড় প্রমানে ব্যস্ত হয়ে পড়েন।
একজন সাতটি আর আরেকজন জিতেছেন পাঁচটি ব্যালন ডি অর। গোলের অবিশ্বাস্য সব রেকর্ড, বিশ্বকাপ ছাড়া জিতেছেন সম্ভাব্য প্রায় সব ট্রফি। তাদের মধ্যে কে সেরা? এমন প্রশ্নের উত্তরে দারুণ এক জবাবই দিয়েছেন দুই তারকারই এক সময়ের সতীর্থ জেরার্ড পিকে।
প্রায় ১৫ বছর ধরে মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন পিকে। এর আগে চার বছর রোনালদোর সঙ্গেও খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দুজনকেই তাই খুব কাছ থেকে দেখেছেন স্প্যানিশ এই তারকা। তার কাছে সেরা খেলোয়াড় কে?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমার মনে হয় তারা দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। শুধু পৃথিবীরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই। আমি সবসময় বলি মেসির এমন প্রতিভা আছে, যেটা অন্য কারো নেই। আমি বোঝাতে চাচ্ছি তার বল কন্ট্রোল করার যে ক্ষমতা।’
‘বল তার থেকে দু মিটার দূরেও যায় না। এটা সবসময় তার পায়ের কাছেই থাকে। তাকে ধরে ফেলাটা প্রায় অসম্ভব। আমি এমন প্রতিভা আর কারো মধ্যে দেখিনি। ক্রিশ্চিয়ানোও আলাদা ধরনের ফুটবলার। তারা অনেক আলাদা। সে লম্বা, শক্তিশালী, একদম পরিপূর্ণ।’
কে সেরা এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘রোনালদো যেকোনো কিছু করতে পারে। সে হেডে, ফ্রি কিকে, ওয়ান অন ওয়ান কিংবা পেনাল্টিতে গোল করতে পারে। কিন্তু আমার জন্য মেসি মানুষ না কিন্তু মানুষদের মধ্যে রোনালদো সেরা।’
কয়েক দিন আগেই নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। কয়েকদিন আগে জিতেছেন নিজের বহুল আকাঙ্ক্ষিত আন্তর্জাতিক শিরোপাও। নতুন জায়গা লিগ ওয়ানে অবশ্য কেবল এক গোল পেয়েছেন মেসি। অন্যদিকে প্রিমিয়ার লিগে ফিরে ১৩ ম্যাচে ৭ গোল পেয়েছেন রোনালদো।